অগ্নি নির্বাপক যন্ত্র কাকে বলে
অগ্নিনির্বাপক যন্ত্র (fire extinguisher): আগুন নেভানোর যন্ত্র । পানি বা রাসায়নিক পদার্থপূর্ণ একটি বিশেষ ধাতব পাত্র, যা সহজে বহনযোগ্য ও ব্যবহারযোগ্য। আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগে এর দ্বারা অগ্নিশিখা আয়ত্তে আনা বা নিভিয়ে ফেলা যায় ।
দাহ্য পদার্থ ও আগুনের প্রকৃতি অনুযায়ী আগুন চার শ্রেণির । আগুনের শ্রেণি অনুসারে অগ্নিনির্বাপক যন্ত্র তিন ধরনের:
(১) পানি নির্বাপক: পানি দ্বারা পূর্ণ । এই শ্রেণির অগ্নিনির্বাপক সাধারণ দাহ্য পদার্থ কাঠ, কাগজ, কাপড় থেকে উৎপন্ন আগুন নেভাতে ব্যবহৃত হয়।
(২) তরল ও গ্যাস নির্বাপক: কার্বন ডাই-অক্সাইড বা হ্যালন নামক গ্যাস দ্বারা পূর্ণ । এই শ্রেণির অগ্নিনির্বাপক গ্যাস, তেল, পেট্রোল, গ্যাসোলিন প্রভৃতি তরল পদার্থ থেকে উদ্ভূত আগুন নেভাতে ব্যবহৃত হয় ।
(৩) শুষ্ক রাসায়নিক নির্বাপক: রাসায়নিক গুঁড়ো দ্বারা পূর্ণ । এই শ্রেণির অগ্নিনির্বাপক মোটর, সুইচ ইত্যাদি বৈদ্যুতিক যন্ত্র এবং ধাতব পদার্থ থেকে উৎপন্ন আগুন নেভাতে ব্যবহৃত হয়। |
(৪) অধিক পরিচিত ও বহুল ব্যবহৃত যন্ত্রটি হল কার্বন ডাই-অক্সাইড বা হ্যালন গ্যাস নির্বাপক: সিনেমা-হল, স্কুল, কলেজ, মিলনায়তন প্রভৃতির দেয়ালে প্রকাশ্য স্থানে একটি অগ্নিনির্বাপক সিলিন্ডার ঝুলিয়ে রাখা হয় । সিলিন্ডারটি উচ্চ চাপে তরল গ্যাসে ভর্তি থাকে । অথবা গ্যাস উৎপাদনের জন্য এর মধ্যে রাসায়নিক বিক্রিয়কগুলি সাজিয়ে রাখা হয়। সিলিন্ডারটির সঙ্গে একটি হাতল, বায়ুমাপকযন্ত্র এবং একটি নজলযুক্ত হোসপাইপ লাগানো থাকে। বিশেষ পদ্ধতিতে হাতলটি চেপে ধরলে যন্ত্র থেকে গ্যাস নির্গত হয়। অগ্নিশিখার ওপর এই গ্যাস ধরলে শিখাটি স্তিমিত হয় এবং ধীরে ধীরে নিভে যায় প্রতিটি অগ্নিনির্বাপক যন্ত্রের গায়ে ব্যবহারের নির্দেশ লেখা থাকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন