Home » » কোড কি

কোড কি

কোড কি

কম্পিউটারের মূলনীতিতে কেবলমাত্র সংখ্যার ব্যবহার রয়েছে। এ সংখ্যা হলো ০ ও ১, যা বাইনারি সংখ্যা পদ্ধতি নামে পরিচিত। বাইনারি সংখ্যার সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন প্রকার সংখ্যা, বর্ণ, অক্ষর, চিহ্ন, শব্দ, বিশেষ চিহ্ন, অর্থাৎ বিভিন্ন প্রকার উপাত্তকে অদ্বিতীয় সংকেতের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতিই হলো কোড। কম্পিউটারের প্রক্রিয়াকরণের কাজ সম্পাদনের প্রয়োজনে এ ধরনের নির্দিষ্ট সংকেতে রূপান্তরের পদ্ধতিকে বলা হয় এনকোডিং (Encoding)।

কম্পিউটারের উপাত্ত বা ডেটা প্রক্রিয়াকরণের পর ফলাফল বা আউটপুট মানুষের বোধগম্য করার জন্য আবার আউটপুটকে সংখ্যা, বর্ণ বা বিশেষ চিহ্নে রূপান্তর করা হয়। এই পদ্ধতিকে বলা হয় ডিকোডিং (Decoding)। কাজেই কম্পিউটারের মাধ্যমে ডেটা প্রক্রিয়াকরণ, সংরক্ষণ বা উপস্থাপনে কোডের ভূমিকা অপরিহার্য। 

ডেটা প্রক্রিয়াকরণ তথা কম্পিউটারের বিভিন্ন প্রকার কাজের জন্য বহুল ব্যবহৃত কোডগুলো হলো :

১। বিসিডি কোড (BCD Code)

২। অ্যাসকি কোড (ASCII Code)

৩। ইবিসিডিক কোড (EBCDIC Code)

৪। ইউনিকোড (Unicode); ইত্যাদি।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Contact form

নাম

ইমেল *

বার্তা *