সাধারণ জ্ঞান: কম্পিউটার বিষয়ক
নেপিয়ারের হাড় কাকে বলে
নেপিয়ারের অস্থি বা হাড় (Napier’s bone ): ১৬১৪ সালে স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার (John Napier) লগারিদমের সারণি আবিষ্কার করেন যার ফলে অনেক জটিল গাণিতিক হিসাব সহজ হয়। এর তিন বছর পর তিনিই ১৬১৭ সালে দাগকাটা এবং সংখ্যা বসানো দন্ড ব্যবহার করে সংখ্যাভিত্তিক গণনাযন্ত্র আবিষ্কার করেন। এসব দ- নেপিয়ারের অস্থি নামে পরিচিত। নেপিয়ারের যন্ত্রে দশটি দন্ড এবং প্রত্যেক দন্ডে দশটি করে সংখ্যা ছিল। ফলে গুণ ও ভাগের কাজ করা সহজ হয়ে যায় এবং যন্ত্রটি ব্যবহার করে, এমনকি বর্গমূল নির্ণয় করা সম্ভব ছিল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন