Home » » টাইটেল বার কি?

টাইটেল বার কি?

ওয়ার্ড প্রোগ্রামে টাইটেল বার কি?

উইন্ডোজের শীর্ষদেশে মাইক্রোসফট ওয়ার্ড লেখা বারটিকে টাইটেল বার বলা হয়। কোন ফাইল ওপেন করলে কিংবা কোন ডকুমেন্ট তৈরি করলে ডকুমেন্ট ফাইলটির নাম টাইটেল বারে দেখা যায়। টাইটেল বারের বাম ও ডান দিকে নিম্নোক্ত বাটনগুলো থাকে।

মিনিমাইজ বাটন

ম্যাক্সিমাইজ বাটন

ক্লোজ বাটন

রিস্টোর ডাউন বাটন


ম্যাক্সিমাইজ এবং মিনিমাইজ বাটনে ক্লিক করে উইন্ডো এবং মিনিমাইজ করা যায়। ক্লোজ বাটনে ক্লিক করে ওয়ার্ড থেকে বের হওয়া যায়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Contact form

নাম

ইমেল *

বার্তা *